বিদ্যালয়টি চরবাড়ুকা গ্রামের পূর্ব প্রান্তে মনোরমপরিবেশে সড়কের পশ্চিম পার্শ্বে অবস্থিত ৪ কক্ষ বিশিষ্ট ১টি টিনশেড ঘর আছে।জমির পরিমান 100শতাংশ।
গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও ১৯৭৫ সালে স্থায়ী রেজিষ্ট্রেশন পায় এবং ১৯৯২ সালে এমপিও ভুক্ত হয়। ১৯৯৬ সালে বিদ্যালয় গৃহটি পূনঃসংস্কার করা হয়।
১ম শ্রেণি-৭০
২য় শ্রেণি-৬২
৩য় শ্রেণি-৫৫
৪র্থ শ্রেণি-৪০
৫ম শ্রেণি-৩০
১। মোঃ ছরকুম আলী সভাপতি
২। মোঃ আব্দুল হক সহসভাপতি
৩।মোঃ সামছুল ইসলাম সদস্য সচিব
৪। মোঃ নছিব আলী জমি দাতা সদস্য
৫। আব্দুল কাদির সদস্য
৬। সাগরিকা বেগম সদস্য
৭। তৈয়ব আলী সদস্য
৮। নাজমা বেগম সদস্য
৯। সুফিয়া বেগম সদস্য
১০। আব্দুল মুকিত সদস্য
১১। মোঃ মুকিদুর রহমান সদস্য
১২। মোঃ আর্জক আলী সদস্য
২০০৭ইং-৩০%
২০০৮ইং-৫০%
২০০৯ইং-৬৪%
২০১০ইং-৮৪%
২০১১ইং-১০০%
সুবিধাভোগীর সংখ্যা-১১৮ জন।
২০১১ সালের সমাপনী পরীক্ষার ফলাফল ১০০% অর্জিত ।
শতভাগ ফলাফল ধরে রাখার চেষ্টা করব।বিদ্যালয় গৃহটি পূনঃ নির্মাণ করা, সীমানা প্রাচীর নির্মাণ করা এবং বিদ্যালয়ের মাঠ মাটি দিয়ে ভরাট করা।
মোবাইলঃ ০১৭৩১-৫০৫৮৩২
মেধাবী ছাত্রছাত্রীদের তালিকাঃ
ক্রমিঃ নং | নাম | শ্রেণী |
১ | নিলুহা বেগম | ২য় |
২ | মারুহা বেগম | ৩য় |
৩ | রিয়াছমিন বেগম | ৪র্থ |
৪ | বুশরা বেগম | ৫ম |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস