কালেরস্বাক্ষী বহনকারী সুরমার তীরে গড়ে উঠা ছাতক সিমেন্ট কোম্পানী, লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানী, পেপার মিলস এর জন্য প্রশিদ্ধ ছাতক উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো চরমহল্লা ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ চরমহল্লা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তারনিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ৫নং চরমহল্লা ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১৪.৭০ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ২৩১৭৯ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ৩৯টি।
ঙ) মৌজার সংখ্যা – ৫ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৩ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/টেম্পু/লেগুনা যোগে ১৬.৫ কিঃমিঃ পশ্চিমে
জ) শিক্ষার হার – ৫০%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৯ টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৪ টি,
উচ্চ বিদ্যালয়৪টি,
মাদ্রাসা- ১২ টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –বীর মুক্তিযোদ্ধাজনাব কদর মিয়া
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৬/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ১২/০৭/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং
ঢ) গ্রাম সমুহের নাম
০১। বড় বিহাই ২১। নবাইচর
০২। কাষ্ঠ গঙ্গা ২২। জালালীচর
০৩। হাসারুচর ২৩। হাছন নগর
০৪। কেজাউরা ২৪। নানকার
০৫। ছোট-কেজাউরা ২৫। শাহপুর
০৬। খরিদিচর ২৬। শাখাইতি
০৭। চরমাধব ২৭। ভূলাখালী
০৮। টেটিয়ারচর ২৮। চরচৌড়াই
০৯। চুনারুচর ২৯। মজুমদারীচর
১০। চরচৌলা ৩০। আব্দুল্লাহচর
১১। চরকালিদাস ৩১। ছিক্কা
১২। গারুচরা ৩২। ছনুয়া
১৩। বল্লভপুর ৩৩। চরগোবিন্দ
১৪। চরবাড়ুকা ৩৪। ছোট-চরগোবিন্দ
১৫। সেওতরচর ৩৫। কামারখাল
১৬। নানশ্রী ৩৬। কামরাঙ্গী
১৭। সিদ্দারচর ৩৭। মনিয়ারসের
১৮। মাটিয়ারচর ৩৮। আহারগাঁও
১৯। চরদুলভ ৩৯। চানপুর
২০। প্রথমাচর
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস