সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরচৌড়াই গ্রামে মনোরমে পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। এক তালা টিনশেড বিশিষ্ট ৪টি কক্ষ ও ১টি পূর্ণপাকা ভবন ২ কক্ষ বিশিষ্ট। জমির পরিমান ১একর।
প্রথম দিকে গ্রামবাসীর উদ্যোগ ও জমিদাতা মহরুম আঞ্জব আলী বাঁশ টিন দিয়ে ঘর তৈরি করে বিদ্যালয় পরিচালনা করা হয়। পরে ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয়করন করা হয়।
১ম শ্রেণি- ১১২ জন।
২য় শ্রেণি- ১১১ জন।
৩য় শ্রেণি- ১০৪ জন।
৪র্থ শ্রেণি- ৭৯ জন।
৫ম শ্রেণি- ৫৪ জন।
১। মোঃ কদর মিয়া সভাপতি
২। কামরুল ইসলাম সহসভাপতি
৩। নিয়তি বালা দত্ত সদস্য সচিব
৪। হাজী আমির আলী জমি দাতা সদস্য
৫। কাজী রফিকুল ইসলাম সদস্য
৬। মোঃ রশিদ আহমদ সদস্য
৭। সুধাংশু রঞ্জন দত্ত সদস্য
৮। আইয়বুর রহমান সদস্য
৯। তৈয়বুর রহমান সদস্য
১০। আমিয়া বেগম সদস্য
১১। ইসলাম উদ্দিন সদস্য
১২। রোকেয়া বেগম সদস্য
২০০৭ইং- ১০০%
২০০৮ইং- ১০০%
২০০৯ইং- ১০০%
২০১০ইং- ৯৮%
২০১১ইং- ১০০%
সুবিধাভোগীর সংখ্যা- ২২৯ জন
সমাপনী পরীক্ষায় শতভাগ সাফল্য । অর্ভতি ছাত্র নেই। উপস্থিতি ভাল।
শ্রেণিকক্ষ বৃদ্ধিকরন ,শিক্ষক বৃদ্ধি এবং বিদ্যালয়কে আর্দশ বিদ্যালয় হিসেবে গড়ে তোলা ।
মোবাইলঃ- ০১৭১৫-৩৭৯১২৯
১ম-শ্রেনী
১। মাহফুজা মোতাহার তাকি
২। সাগরিকা বেগম রীতা
৩। সানোয়ার আহমদ
২য়-শ্রেনী
১। আয়শা সুলতানা তাহমিদা
২। আয়শা আলী
৩। ইবাদুর রহমান
৩য়-শ্রেনী
১। তাজিনা বেগম
২। মারজানা বেগম
৩। আব্দুল কাইয়ুম
৪র্থ-শ্রেনী
১। তানিয়া বেগম
২। আশরাফুল ইসলাম জীবন
৩। কাওছার আহমদ
৫ম-শ্রেনী
১। মুসফিকুর রহমান
২। ইলিয়াছ উদ্দিন
৩। শাহাব উদ্দিন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস